দেশের শান্তি শৃঙ্খলা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্য প্রয়োজন
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ এমপি বলেছেন, দেশের শান্তি শৃঙ্খখলা সংবিধান সার্বভৌমত্ব রক্ষায় ঐক্য প্রয়োজন। কেননা স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে।
বৃহস্পতিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে হেমায়েত বাহিনী স্মৃতি যাদুঘর চত্বরে কোটালীপাড়া মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই শক্তি আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত করছে। কখনও আইএস এর নামে, কখনও হরকাতুল জিহাদের নামে আবার কখনও তালেবানের নামে এদেশে নাশকতা সৃষ্টি করছে।
হেমায়েত বাহিনী প্রধান বীর বিক্রম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামছুল হক, মুক্তিযোদ্ধা রামানন্দ বৈদ্য, মুক্তিযোদ্ধা প্রজন্ম নজরুল ইসলাম স্বপন বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ৩ ডিসেম্বর কোটালীপাড়া মুক্ত দিবস। এ উপলক্ষে হেমায়েত বাহিনীর পক্ষ থেকে ৭ দিনব্যাপি মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসএম হুমায়ূন কবীর/এসএস