ফুটপাতে দোকান বসা নিয়ে বাগবিতণ্ডা, তরমুজ ব্যবসায়ী খুন

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২৮ মে ২০২১
ফাইল ছবি

রাজধানীর বঙ্গবাজারে ফুটপাতে দোকান বসাকে কেন্দ্র করে সেলিম চৌধুরী (৫০) নামে এক তরমুজ ব্যবসায়ী খুন হয়েছেন। মেশিনের হ্যান্ডেল দিয়ে সুলতান (৩২) নামে এক আখের রস বিক্রেতা তাকে মাথায় আঘাত করেন বলে জানা গেছে।

শুক্রবার (২৮ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শাহিনুর বেগম বলেন, বঙ্গবাজার মার্কেটের সামনে ফুটপাতে আমার স্বামী তরমুজ ব্যবসা করেন। আখের রস বিক্রেতার সঙ্গে দোকান বসা নিয়ে তার ঝগড়া হয়। একপর্যায়ে সুলতান আমার স্বামীকে মেশিনের হ্যান্ডেল মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নোয়াখালীর মাইজদীর আকাশ চৌধুরী ছেলে সেলিম চৌধুরী। বঙ্গবাজার সংলগ্ন পুরাতন রেল কলোনি বস্তিতে পরিবার নিয়ে থাতেন তিনি। তার তিন মেয়ে ও দুই ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আখের রস ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।