প্রধানমন্ত্রীকে ঢাকা চেম্বারের শুভেচ্ছা


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৩ ডিসেম্বর ২০১৫

বিশ্বের শীর্ষ ১০০ চিন্তাবিদের তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ডিসিসিআই) পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি এই শুভেচ্ছা জানায়।

বুধবার ওয়াশিংটন ভিত্তিক প্রভাবশালী সাময়িকী ‘ফরেন পলিসি’ ২০১৫ সালের বৈশ্বিক চিন্তাবিদের একশ’ জনের একটি তালিকা প্রকাশ করেছে। ‘দ্য লিডিং গ্লোবাল থিংকার্স’ শিরোনামের ওই তালিকায় শীর্ষ ১৩ জনের মধ্যে বিশ্বের অন্যান্য প্রভাবশালী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নামও রয়েছে।

উল্লেখ্য, ‘ফরেন পলিসি’ সাময়িকী ডিসিশন মেকার্স (সিদ্ধান্ত গ্রহণকারী) ক্যাটাগরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নাম অন্তর্ভুক্ত করেছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে বিশ্বব্যপি সচেতনতা তৈরিতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি এই তালিকায় স্থান লাভ করেছেন।

ঢাকা চেম্বার মনে করে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো বৃদ্ধি করবে।

এসএ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।