রুশ নাগরিকের শিরশ্ছেদ করেছে আইএস


প্রকাশিত: ০৮:৫১ এএম, ০৩ ডিসেম্বর ২০১৫

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী রাশিয়ার এক নাগরিকের  শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে সিরিয়ায় রুশ হামলার প্রতিশোধ এবং রাশিয়া হামলা চালানোর হুমকি দিয়েছে আইএস। জঙ্গিগোষ্ঠীটির গণমাধ্যম শাখা বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও পোস্ট করেছে।

ভিডিওতে দেখা গেছে, কমলা রংয়ের জাম্পস্যুট পরা অবস্থায় হাঁটু গেড়ে নদীর ধারে বসে থাকা ওই রুশ নাগরিকের পেছনে এক জঙ্গি ছুরি হাতে দাঁড়িয়ে শিরশ্ছেদের প্রস্তুতি নিচ্ছে। এ সময় মস্কোয় হামলা চালানো হবে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

রাশিয়ান ভাষায় ওই জঙ্গিকে এ সময় কথা বলতে শোনা যায়। রুশ গোয়েন্দা সংস্থার হয়ে ককেশাস অঞ্চলে গুপ্তচরবৃত্তির অভিযোগে ওই ব্যক্তির শিরশ্ছেদ করা হয়। আট মিনিটের ওই ভিডিওতে রাশিয়ার নাগরিকদের উদ্দেশ্য করে টাইটেলে বলা হয়েছে, তোমরা হতাশ হবে এবং শিক্ষা নেবে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ার এক তরুণকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গুলি চালিয়ে হত্যা করে আইএস।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।