জঙ্গিবাদমুক্ত রাষ্ট্র গড়তে হবে : আইজিপি
আইজিপি একেএম শহীদুল হক বলেছেন, বাংলাদেশ আজ সকল পশ্চাৎমুখিতাকে অতিক্রম করে একটি স্থিতিশীল, জঙ্গিবাদমুক্ত ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে সুপরিচিত। আর সরকার জঙ্গিবাদ মুক্ত রাষ্ট্র গড়তে অঙ্গীকারবদ্ধ। বৃহস্পতিবার সকালে রাজশাহীর সরদহ পুলিশ একাডেমিতে সার্জেন্ট/২০১৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, পুলিশ বাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকার ইতোমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। পর্যায়ক্রমে আরও পঞ্চাশ হাজার জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদক্ষেপ পুলিশের সক্ষমতা ও কাজের গতিশীলতাকে বাড়াবে।
এর আগে পুলিশ প্রধান শিক্ষানবিশ সার্জেন্টদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজে ২৮ জন নারী অফিসারসহ ৬১৯ জন শিক্ষানবিশ সার্জেন্ট অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৬ জন শিক্ষানবিশ সার্জেন্টকে পদক প্রদান করা হয়।
শাহরিয়ার অনতু/এসএস/এমএস