লোহাগাড়ায় বলাৎকারের অভিযোগে মাদরাসাশিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:২৮ এএম, ২৭ মে ২০২১

চট্টগ্রামের লোহাগাড়ায় ৯ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে আল মোজাহিদ (২১) নামে এক মাদরাসাশিক্ষককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ মে) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দুর্লভের পাড়ার একটি হেফজ ও এতিমখানা থেকে তাকে আটক করা হয়। মোজাহিদ ওই এলাকার বাসিন্দা মো. দেলোয়ারের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত রমজান থেকে মোজাহিদ নামে ওই শিক্ষক এক ছাত্রকে বলাৎকার করে আসছিলেন। বুধবার সকালে ভুক্তভোগী ছাত্রকে মাদরাসায় যাওয়ার কথা বললে কান্নাকাটি শুরু করে দেয়। কান্নার কারণ জানতে একপর্যায়ে ছাত্রটি ওই মাদরাসাশিক্ষকের বলাৎকারের কথা জানায়।

বিষয়টি নিয়ে ছাত্রের পরিবার প্রথমে স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করেন। এরপর চেয়ারম্যান থানায় অবহিত করার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে মাদরাসাশিক্ষককে আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাকারিয়া রহমান জিকু জাগো নিউজকে বলেন, লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন থেকে বলাৎকারের অভিযোগে এক মাদাসাশিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

মিজানুর রহমান/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।