আখাউড়ায় আ.লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত
ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি পৌরসভার মধ্যে শুধুমাত্র আখাউড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আগামী ৩০ ডিসেম্বর এই পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতার জন্য তাদের প্রার্থী চূড়ান্ত করেছে।
আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল এবং বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মন্তাজ মিয়াকে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। বৃহস্পতিবার দুপুরে দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদিন জাগো নিউজকে জানান, নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতার জন্য কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের নেতা ও বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজলকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন জাগো নিউজকে জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মেয়র পদে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মন্তাজ মিয়াকে মনোয়ন দেওয়া হয়েছে। যদি কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস