দাবি আদায়ে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১২ নভেম্বর ২০১৪

দুই দফা দাবিতে জাতীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে দেশের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। গ্র্যাজুয়েট নার্সদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্টস নার্স এ্যাসোসিয়েশনের (বিবিজিএসএন) ব্যানারে বুধবার সকালে এ মানববন্ধন করেন তারা।

দাবিগুলো হল- যুগোপযোগী নিয়োগবিধি প্রকাশের মাধ্যমে সকল বেসিক গ্রাজুয়েট নার্সদের মেধ্য ও যোগ্যতার ভিত্তিতে প্রথম শ্রেণীর নার্সিং অফিসার পদে জরুরি ভিত্তিতে নিয়োগ প্রদান এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম নার্সিং কলেজের অচলাবস্থা নিরসনসহ অন্যান্য নার্সিং কলেজগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায়ে তারা প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করবেন এবং আগামী ২৭ নভেম্বরের মধ্যে দাবি পূরণের ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে বিবিজিএসএন-এর সভাপতি শেখ মো. জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক গীতা রয়সহ দেশের বিভিন্ন নার্সিং কলেজ থেকে আসা সংগঠনের সদস্যরা অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।