ভিডিও দেখে কিশোর গ্যাংয়ের তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ২৫ মে ২০২১

বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে দেয়া তথ্যের ভিত্তিতে কিশোর গ্যাংয়ের তিন সদস্যেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানার পাঠানো এক বার্তায় এসব তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রাম থেকে গতকাল (২৪ মে) একজন সচেতন নাগরিক পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের একটি লিংক শেয়ার করেন। লিংকে সংযুক্ত ভিডিওতে দেখা যায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর ১নং রেললাইনের নিকটবর্তী এলাকায় কিছু উচ্ছৃঙ্খল কিশোর দেশীয় অস্ত্র-শস্ত্র হাতে আশপাশের দোকানপাটে ভাঙচুর করছে ও মারপিট করছে।

ভিডিওর সঙ্গে সংযুক্ত টেক্সটে দাবি করা হয় যে, এটি একটি কিশোর গ্যাংয়ের কাজ। তারা অত্যন্ত বেপরোয়া। তারা দোকানে ছিনতাই করে, হকারদের সঙ্গে মারামারি করে। যখন-তখন যার-তার সঙ্গে মারামারিতে লিপ্ত হয়। আশঙ্কা করা হয়, যেকোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনা এমনকি মার্ডারের মতো ঘটনাও ঘটতে পারে।

তিনি বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরকে এ বিষয়টি তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেয়।’

‘এর প্রেক্ষিতে, ওসি পাঁচলাইশ তাৎক্ষণিকভাবে ইন্সপেক্টর তদন্ত কবিরুল ইসলামের নেতৃত্বে তার থানার একটি টিমকে এই ঘটনা তদন্তে এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে নিয়োজিত করেন। প্রাথমিক তদন্তে জানা যায়, ওই কিশোররা বিভিন্ন স্থান থেকে পাঁচলাইশ থানা এলাকায় এসে এ ধরনের তাণ্ডব চালিয়েছে। এই চক্রটি বিভিন্ন সময় ভাড়ায় খাটে। টাকার বিনিময়ে তারা অর্থদাতার বিপক্ষের ওপর আক্রমণ চালিয়ে থাকে।’

তিনি আরও বলেন, ‘প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের পর অভিযুক্ত কিশোরদের মধ্য থেকে নেতৃস্থানীয় তিনজনকে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। তাদের সঙ্গে যুক্ত অন্যদেরকে আটকের জন্য অভিযান চলমান রয়েছে। শিগগিরই বাকিদেরকে আটক করা হবে। আটককৃত এবং বাকি সদস্যদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

টিটি/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।