চুয়াডাঙা শহরের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ


প্রকাশিত: ০৩:৫৮ এএম, ০৩ ডিসেম্বর ২০১৫
প্রতীকী ছবি

চুয়াডাঙা শহরের তিনটি স্থানে ১১টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টার দিকে জেলা শহরের মসজিদ পাড়া, জিনতলা পাড়া, মাঝের পাড়ায় এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এসময় বাড়ি-ঘর ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে শহরের দোকানপাট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। শহরের থমথমে অবস্থা বিরাজ করছে।

উল্লেখ্য, প্রায়া ১২ বছর পর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ কাউন্সিলকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে এলাকাবাসীর অভিমত। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মতামত পাওয়া যায়নি।  

সালাউদ্দিন কাজল/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।