ইবোলা শনাক্তে শাহজালালে থার্মাল স্ক্যানার স্থাপন


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১২ নভেম্বর ২০১৪

ইবোলা ভাইরাস শনাক্ত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্মাল স্ক্যানার স্থাপন করা হয়েছে। বুধবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম স্ক্যানারের কার্যক্রম উদ্বোধন করেন।

বর্তমান বিশ্বে ইবোলা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশও এ ঝুঁকির বাইরে নয়। আর তাই এই রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও আনা হচ্ছে থার্মাল স্ক্যানার মেশিন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।