ম্যাক্সকোলা তোমার গল্পে সবার ঈদের জন্য সেরা ৫ গল্প


প্রকাশিত: ০৭:৪৮ এএম, ১৩ জুলাই ২০১৪

নির্বাচিত হলো `তোমার গল্পে সবার ঈদ, লেখো গল্প হও নাট্যকার সিজন-থ্রি’ প্রতিযোগিতার সেরা ৫ গল্প ও গল্পকার। নির্বাচিত সেরা ৫ গল্প থেকে নির্মিত হবে ৫ টি ঈদের নাটক। যা প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায়। নাটক নির্মাণ করবেন জনপ্রিয় ৫ নির্মাতা।

বিচারকদের রায়ে সেরা ৫ গল্প ও গল্পকার হচ্ছে- অপরাধী চিঠি- তানিয়া রাব্বানী, একটি সুইসাইডাল নোট ও কয়েকটি ঘটনা- রুমা মোদক, ফেসবুকসন্ধ্যা ও মনফরিঙের গল্প- নাসরীন রশীদ, বদলে যাওয়ার গল্প- আফনান আব্দুল্লাহ, মাস্তি- এস এন বুলবুল বিশ্বাস।

এ প্রতিযোগিতার প্রধান তিন বিচারক ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন এবং আনিসুল হক।

এছাড়াও এই কার্যক্রমে বিচারক হিসেবে ছিলেন লেখক ও নির্মাতা শাকুর মজিদ, নাট্যকার ও নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল, নাট্যকার ও নির্মাতা এস এ হক অলীক, নাট্যকার ও নির্মাতা অরণ্য আনোয়ার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।