নির্বাচন ছাড়া খালেদার সামনে কোনো পথ খোলা নেই : নাসিম


প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ০২ ডিসেম্বর ২০১৫

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সামনে নির্বাচনে অংশ নেয়া ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। পৌর নির্বাচনে অংশ না নিলে আগামীতে তার এবং বিএনপির অস্তিত্ত্বই শেষ হয়ে যাবে।’ বুধবার বিকেলে স্থানীয় টাউন ফুটবল মাঠে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে মোহাম্মদ নাসিম প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, ‘আমার নেত্রী শেখ হাসিনা ২০১৪ সালে নির্বাচন দিয়ে বলেছিলেন, জনগণ যে রায় দেবে, তাই তিনি মেনে নেবেন। কিন্ত, খালেদা যুদ্ধাপরাধী জামায়াতের পরামর্শে নির্বাচনে গেলেন না।’

জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও সদস্য এসএম কামাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলি আজগার টগর (চুয়াডাঙ্গা-২), আওয়ামী লীগ নেতা হাসান কাদির, সিরাজুল আলম, গোলাম মোর্তুজা ও আব্দুল মান্নান।

মাহবুব উল আলম বলেন, ‘কুখ্যাত রাজাকার আব্দুল আলিমকে জিয়াউর রহমান রেলমন্ত্রী বানিয়েছিলেন। খালেদা জিয়াসহ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িতরা পাকিস্তানের এজেন্ট। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায় কার্যকর হওয়ার পর পাকিস্তান থেকে বেহায়ার মতো প্রতিবাদ জানিয়েছেন। এতে আমাদের কোনো কিছু যায় আসে না।’

সমাবেশ শেষে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক আজাদুল ইসলামকে আগামী তিন বছরের জন্য স্ব স্ব পদে বহালের ঘোষণা দেন। তিনি সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী ১৫ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেন।

সালাউদ্দীন কাজল/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।