মুরতাদের তালিকায় এবার অর্থমন্ত্রী
ঘুষকে বৈধ বলায় এবার অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিতকে ‘মুরতাদ‘ বলে ঘোষণা করেছেন খেলাফত আন্দোলন ও সম্মিলিত ইসলামী দলসমূহ। বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলা হয়, মুরতাদের কাতারে শামিল হয়েছেন অর্থমন্ত্রী।
খেলাফত আন্দোলনের মহাসচিব ও সম্মিলিত ইসলামী দলসমূহের সদস্য সচিব মাওলানা জাফরুল্লাহ খান এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন।
বিবৃতিতে ঘুষকে বৈধ ঘোষণা দেওয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে ধিক্কার ও নিন্দা জানিয়ে তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
বিবৃতিতে দাবি করা হয়, সরকারের ছত্রছায়ায় দেশে নিত্য-নতুন মুরতাদ তৈরি হচ্ছে। মহান আল্লাহ তায়ালা, মহানবী (সা.), সাহাবায়ে কেরাম ও পবিত্র ইসলাম নিয়ে কটূক্তিকারী মুরতাদদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় দেশি-বিদেশি ইসলাম বিদ্বেষী চক্রের দৌরাত্ম বেড়েই চলেছে।
উল্লেখ্য, মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক ও বিজিএমইএ এর সমঝোতা স্মারক উপলক্ষে এক অনুষ্ঠানে ঘুষকে বৈধ আখ্যা দয়ে একে ‘স্পিড মানি‘ হিসেবে অভিহীত করেন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মহিত।