মুরতাদের তালিকায় এবার অর্থমন্ত্রী


প্রকাশিত: ০১:১৭ পিএম, ১২ নভেম্বর ২০১৪

ঘুষকে বৈধ বলায় এবার অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিতকে ‘মুরতাদ‘ বলে ঘোষণা করেছেন খেলাফত আন্দোলন ও সম্মিলিত ইসলামী দলসমূহ। বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলা হয়, মুরতাদের কাতারে শামিল হয়েছেন অর্থমন্ত্রী।

খেলাফত আন্দোলনের মহাসচিব ও সম্মিলিত ইসলামী দলসমূহের সদস্য সচিব মাওলানা জাফরুল্লাহ খান এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে ঘুষকে বৈধ ঘোষণা দেওয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে ধিক্কার ও নিন্দা জানিয়ে তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বিবৃতিতে দাবি করা হয়, সরকারের ছত্রছায়ায় দেশে নিত্য-নতুন মুরতাদ তৈরি হচ্ছে। মহান আল্লাহ তায়ালা, মহানবী (সা.), সাহাবায়ে কেরাম ও পবিত্র ইসলাম নিয়ে কটূক্তিকারী মুরতাদদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় দেশি-বিদেশি ইসলাম বিদ্বেষী চক্রের দৌরাত্ম বেড়েই চলেছে।

উল্লেখ্য, মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক ও বিজিএমইএ এর সমঝোতা স্মারক উপলক্ষে এক অনুষ্ঠানে ঘুষকে বৈধ আখ্যা দয়ে একে ‘স্পিড মানি‘ হিসেবে অভিহীত করেন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মহিত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।