হীরক জয়ন্তী উৎসবে বাংলা একাডেমির দুদিনব্যাপী কর্মসূচি


প্রকাশিত: ০২:২৬ পিএম, ০২ ডিসেম্বর ২০১৫

বাংলা একাডেমি প্রতিষ্ঠার ৬০ বছর উপলক্ষে দুই দিনব্যাপী (৩ ও ৪ ডিসেম্বর) হীরক জয়ন্তী উৎসব উদযাপন করবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহর সমাধিতে একাডেমির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করা হবে।

ওইদিন বিকেল সাড়ে ৩টায় একাডেমির রবীন্দ্র-চত্বরে বাংলা একাডেমির সদস্য-ফেলো-কবি-লেখক-বুদ্ধিজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল ৫টায় আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে স্বাগত বক্তৃতা করবেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি নাট্যজন শাঁওলী মিত্র এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতার সভাপতি বারিদ বরণ ঘোষ।

পুথিস অ্যান্ড দি সাবান্ত : ইউ.ভিই. স্বোয়ামীনাথা আইয়ার (তামিল) অ্যান্ড আব্দুল করিম সাহিত্য বিশারদ (বাঙলা) শীর্ষক হীরক জয়ন্তী স্মারক বক্তৃতা করবেন ভারতের চেন্নাইয়ের লেখক ও গবেষক ভি. বি গণেশন।

একই দিন বিকেল ৫টায় একাডেমির নভেরা প্রদর্শনী কক্ষে বাঙালি মনীষার দীপ্ত প্রতিকৃতি শীর্ষক ২৪ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হবে। এছাড়া উৎসব উপলক্ষে প্রকাশিত বাংলা একাডেমি প্রতিষ্ঠাবার্ষিক বক্তৃতা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।

পরে সংগীত পরিবেশ করবেন পশ্চিমবঙ্গের শিল্পী, নজরুল-দৌহিত্রী অনিন্দিতা কাজী, শিল্পী রফিকুল আলম এবং শিল্পী অণিমা রায়।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।