রোনালদো-বেলকে ছাড়াই মাঠে নামছে রিয়াল


প্রকাশিত: ১২:৫২ পিএম, ০২ ডিসেম্বর ২০১৫

টানা সূচি আর ইনজুরির কারণে দল নিয়ে বেশ চিন্তা করতে হচ্ছে রিয়াল কোচ রাফায়েল বেনিতেজকে। এ কারণে কোপা ডেল রের দ্বিতীয় রাউন্ডে তৃতীয় সারির দল কাদিজের মাঠে রোনালদো-বেল-বেনজেমাদের ছাড়াই রিয়াল মাদ্রিদকে নিয়ে গেলেন  কোচ রাফায়েল বেনিতেজ। রোনালদো-বেলকে বিশ্রাম দেয়া হয়েছে। ইনজুরির কারণে নেই করিম বেনজেমা।

ইনজুরি থেকে ফেরা হামেস রদ্রিগেজ এবং লা লিগায় লাল কার্ডের কারণে নিষেধাজ্ঞার শাস্তিতে থাকা ইসকোকে আজ কাদিজের বিপক্ষে মাঠে নামাবেন রাফা বেনিতেজ।

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত খেলা রিয়ালের ১৮ ম্যাচের সবগুলোতেই ছিলেন রোনালদো। টানা খেলার কারণে দলের মূল অস্ত্রকে কাদিজের বিপক্ষে বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নিলেন কোচ রাফা বেনিতেজ। শুধু রোনালদো-বেল-বেনজেমাই নয়, রিয়ালের আজকের একাদশে দেখা যাবে না গোলরক্ষক কেইলর নাভাস, লুকা মডরিচ, টনি ক্রুজ এবং দানিলোকে। চোটের কারণে খেলতে পারবেন না সার্জিও রামোস, মার্সেলো, কারভাজাল ও রাফায়েল ভারানেও।

স্কোয়াডে থাকছেন আলভারো আরবেলোয়া, ডেনিস চেরিশেভ, কিকো ক্যাসিয়া এবং লুকাস ভাসুকয়েজ। অস্ট্রিয়ান অনুর্ধ্ব-১৯ দলের ফুটবলার ফিলিপ লেইনহার্টের অভিষেক ঘটতে পারে রিয়ালের মূল জার্সি গায়ে। কাদিজের মাঠে বাংলাদেশ সময় বুধবার রাত ৩টায় শুরু হবে ম্যাচটি।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।