মনোনয়নপত্র নিয়ে খালেদার কার্যালয়ে হাতাহাতি


প্রকাশিত: ১০:১৬ এএম, ০২ ডিসেম্বর ২০১৫

দলের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়নপত্র পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দু`পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২ টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। পরে বিএনপির সহ প্রচার সম্পাদক এমরান সালেহ প্রিন্স-এর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সরেজমিনে দেখা গেছে, দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার ১০ মিনিট পরই কার্যালয়ের ভেতরে কেন্দ্রীয় নেতাদের সামনেই হাতাহাতি শুরু হয়। নরসিংদীর মনোহরদি পৌরসভার মনোনয়ন প্রত্যাশী আমিনুর রহমান ও মাহমুদুর রহমানের সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীদের মনোনয়ন না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে।

তাদের অভিযোগ, বিএনপির সংস্কারপন্থী নেতা মান্নান ভুঁইয়ার অনুসারি আবদুল খালেককে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে। পরবর্তীতে খালেক সমর্থকদের সঙ্গে আমিন ও মাহমুদ সমর্থকদের হাতাহাতি শুরু হয়। এ সময় গুলশান কার্যালয়ে অবস্থানরত বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদেরকে চারদিকে ছুটাছুটি করতে দেখা গেছে।


এমএম/এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।