২ ডিসেম্বরকে ফোকলোর দিবস পালনের দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার আয়োজিত আলোচনা সভায় ২ ডিসেম্বরকে জাতীয় ফোকলোর দিবস করার দাবি জানিয়েছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে সংস্কৃতির উপর সন্ত্রাস ও নৈরাজ্যবাদীদের আগ্রাসন চলছে। এসব নৈরাজ্য লোকসংস্কৃতির বিকাশের মাধ্যমে প্রতিহত করা সম্ভব। ফোকলোরের বিকাশের মাধ্যমে লোকসংস্কৃতির বিস্তার ঘটানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা। বিস্তারের কাজকে আরও ত্বরান্বিত করতে ২ ডিসেম্বরকে জাতীয় ফোকলোর দিবস হিসেবে পালনের দাবি জানান তারা।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ফোকলোর বিভাগের প্রতিষ্ঠাতা ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল খালেক।
এ সময় বিভাগের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিভাগের সামনে এসে শেষ হয়।
এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন- জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন, ছাত্রউপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, অধ্যাপক আবুল ফজল, বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইফুদ্দিন চৌধুরীসহ বিভাগের বর্তমান শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক মোবাররা সিদ্দিকা এবং সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক হাবিবুর রহমান। এ অনুষ্ঠানে আহ্বায়ক ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক।
এদিকে, বুধবার বিকেলে বিভাগের সামনে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে নাচ, গান, অভিনয়, মুকাভিনয়সহ প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে যাত্রা ‘বেদের মেয়ে জোসনা’। যাত্রায় অভিনয় করেছেন মেহেদী, জিসাত, সিরাজ, মরমি, শামিম, দুলাল, টগর ও বাপ্পি।
রাশেদ রিন্টু/এসএস/এমএস