পুলিশে বার্তা পাঠিয়ে জলাবদ্ধতা থেকে মুক্তি পেল গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২১ মে ২০২১

জয়পুরহাটের পাঁচবিবি থানার রাইগ্রামের প্রভাবশালী এক ব্যক্তির স্বেচ্ছাচারিতায় কারণে গ্রামের পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে গত এক বছর ধরে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং গ্রামের মানুষের চলাফেরা বন্ধ হয়ে যায়।

গ্রামবাসীদের পক্ষে একজন সচেতন নাগরিক সহযোগিতা চেয়ে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে বিষয়টি জানান।

তথ্য পাওয়ার পর পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে গ্রামবাসীর অংশগ্রহণে জলাবদ্ধতা নিরসনে প্রায় ১৫০ ফুট লম্বা ড্রেন তৈরি করা হয়। এর ফলে শাস্তিপূর্ণভাবেই সমস্যাটির সমাধান হয়।

শুক্রবার (২১ মে) বাংলাদেশ পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এসব তথ্য জানান।

পুলিশ সদর দফতর জানায়, বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রাইগ্রাম থেকে সাধারণ গ্রামবাসীদের পক্ষে একজন সচেতন ব্যক্তি গত ১৫ মে এমন একটি বার্তা পাঠান।

বার্তায় তিনি উল্লেখ করেন, এলাকার একজন প্রভাবশালী ব্যক্তির স্বেচ্ছাচার নির্মাণ কাজের কারণে গ্রামের পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং গ্রামের মানুষের চলাফেরা বন্ধ হয়ে গেছে। দীর্ঘ এক বছর ধরে গ্রামের মানুষ এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। নানাভাবে চেষ্টা করেও তারা এর কোনো সমাধান পাননি। তাই, গ্রামবাসীর পক্ষ থেকে তিনি পুলিশের সহযোগিতা চেয়ে বার্তা পাঠান।

বার্তাটি পেয়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেবকে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য নির্দেশনা দেয়।

নির্দেশনার পর ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম ওই গ্রাম ও ঘটনাস্থল পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে তথ্যের সত্যতা পায়। মিডিয়া উইংয়ের পরামর্শে এ বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টিতে আনেন ওসি পলাশ চন্দ্র দেব।

পরবর্তীতে জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে উভয় পক্ষের সম্মতিতে এবং গ্রামের মানুষের অংশগ্রহণে জলাবদ্ধতা নিরসনে প্রায় ১৫০ ফুট লম্বা ড্রেন তৈরি করা হয়। এর ফলে শাস্তিপূর্ণভাবেই সমস্যাটির সমাধান হয়।

ওই ব্যক্তি বার্তা পাঠানোর মাত্র পাঁচদিনের মধ্যে সমস্যাটির শান্তিপূর্ণ সমাধান হয়েছে। এক্ষেত্রে পাঁচবিবি থানার ওসি বিষয়টি সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

গ্রামবাসীর পক্ষ থেকে বার্তা প্রেরক ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আসসালামু আলাইকুম, স্যার। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রশাসন এসে আমাদের পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা করে দিয়েছেন। আপনাদের এমন সৎ, সাহসী নেতৃত্ব ও যুগান্তকারী পদক্ষেপের কারণে দীর্ঘ এক বছরের পানি নিষ্কাশনের কষ্ট ও দ্বন্দ্ব-সংঘাতের ভোগান্তি দূর হয়ে আজকের এই দিনটিতে গ্রামের অসংখ্য মানুষের রাস্তা চলাচল ও জলাবদ্ধ জীবন থেকে মুক্তির দিশা মিলল। আজকে যেন সবাই ঈদের আনন্দের মতো আনন্দিত। বাংলাদেশ পুলিশ প্রশাসনই পারে নিরীহ মানুষের বন্ধু হয়ে দেশ ও জাতির পাশে দাঁড়াতে।’

টিটি/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।