ফিটনেসবিহীন যানবাহনের অভিযান চলবে : ওবায়দুল কাদের


প্রকাশিত: ১১:৪৩ এএম, ১২ নভেম্বর ২০১৪

পূর্ব ঘোষণা ছাড়াই দেশের যেকোনো স্থানে যেকোনো সময়ে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুবিভাগ মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণের  কাজ পরিদর্শনে এসে এ কথা বলেন মন্ত্রী।
 
তিনি বলেন, গত ১০ নভেম্বর থেকে এই অভিযান শুরু হয়েছে। এতে সাময়িক দুর্ভোগ হলেও দেশের সড়ক নিরাপত্তার জন্য এ দুর্ভোগ জনগণকে মেনে নিতে হবে।
 
মন্ত্রী আরও বলেন, প্রথম দিন সারাদেশে ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকের  বিরুদ্ধে অভিযানে ২ হাজার ২ শ ৬৫ টি মামলা, ১৬ লাখ ৯১ হাজার ৪১০ টাকা জরিমানা, ২১ জনের কারাদণ্ড ও ৬৫ টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।
 
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবতাব উদ্দিন আহমেদ খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদসহ সড়ক বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।