১০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি তামিলনাড়ুতে
ভারতের তামিলনাড়ু রাজ্যে ১০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চলতি বছর। অক্টোবর থেকে এ পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৮ জনে। টানা বৃষ্টির কারণে বাতিল করা হয়েছে বিমানের ফ্লাইট ও ট্রেন যাত্রা।
তামিলনাড়ুতে বর্তমানে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দক্ষিণ আন্দামানের কাছে বঙ্গোপসাগরের উপর ফের নিম্নচাপ তৈরি হওয়ায় সোমবার থেকে টানা বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী। অক্টোবরের জল শুকোতে না শুকোতেই আবার নিম্নচাপের হানায় প্রশাসনও চিন্তায় পড়েছে।
রাজ্যের বেশ কয়েকটি জায়গায় পানিবন্দি লাখ লাখ মানুষ। রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। কোথাও কোথাও কোমর সমান পানি। ১৯১৮ সালের পর এই প্রথম এত বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আরও আশঙ্কার কথা হচ্ছে, যে প্রবল বৃষ্টি চলছে, তা এখনই থামবে না। আগামী তিন-চারদিন টানা বৃষ্টি চলবে।
এআরএস/পিআর