আবারও প্রকাশ হবে হিটলারের ‘মাইন ক্যাম্পফ’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে এডলফ হিটলারের রাজনৈতিক ম্যানিফেস্টো ‘মাইন ক্যাম্পফ’। জার্মান ভাষার এই নামের বাংলা অর্থ ‘আমার সংগ্রাম’। হিটলার তার রাজনৈতিক মতাদর্শ হিসাবে বইটি লিখেছিলেন।
মিউনিখের দি ইন্সটিটিউট অফ কনটেম্পোরারি হিস্টোরি জানিয়েছে, প্রথমে চার হাজার বই ছাপানোর পরিকল্পনা করছেন। প্রকাশিতব্য ওই পুস্তিকায় বিশেষজ্ঞদের মতামতও যোগ হবে। বইটিতে সাড়ে ৩ হাজারের বেশি গবেষকদের নোট থাকবে।
তবে এই পদক্ষেপের সমালোচনা করছে ইহুদি গোষ্ঠীগুলো। তাদের দাবি, নাৎসি কোন কিছুই আর প্রকাশ করা উচিত নয়।
মাইন ক্যাম্পফ প্রথম প্রকাশিত হয় ১৯২৫ সালে। এর আট বছর পরই হিটলার ক্ষমতায় আসেন। বিশ্বযুদ্ধ শেষ হবার পর স্টেট অব ব্যাভারিয়া কর্তৃপক্ষের কাছে বইটির সত্ত্ব দিয়ে দেয় মিত্র বাহিনী। এরপর থেকেই তারা বইটির প্রকাশনা নাকচ করে আসছে।
জার্মান আইন অনুযায়ী, ৭০ বছর পর বইয়ের মালিকানা সত্ত্ব থাকে না। -বিবিসি
আরএস/পিআর