বাণী-বচন : ০২ ডিসেম্বর ২০১৫
বাণী
শাসন
শাসন করা তারেই সাজে সোহাগ করে যে গো।– রবীন্দ্রনাথ ঠাকুর
অধস্তন লোকের দ্বারা শাসিত হওয়া কষ্টকর।– ডেমোক্রিটাস
মেজাজ ঠান্ডা রাখো তাহলে সবাইকে তুমি শাসন করতে পারবে।– সেন্ট জাস্ট
অন্যকে শাসন করার পূর্বে নিজেকে সচেতন হতে হবে।– ডব্লিউ জি বেনহাম
দেশের সবচাইতে উদ্বিগ্ন ব্যক্তি হচ্ছেন শাসনকর্তা। -ইমাম গাজ্জালি
বচন
ঠোঁট ভাঙতেই অতক্ষণ
কাঁদতে লাগবে কতক্ষণ।
অর্থ : কেউ কাউকে কোন অভিযোগ জানাতে গিয়ে ভূমিকা অস্বাভাবিক দীর্ঘ করলে, শ্রোতা পরিহাস করে- এ কথা বোঝাতে বলা হয়।
এইচআর/জেডএইচ/পিআর