সৈয়দ আশরাফুল ইসলামের চাচা সৈয়দ ওয়াহিদুল ইসলাম আর নেই


প্রকাশিত: ০৬:০৭ পিএম, ০১ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি : সৈয়দ নজরুল ইসলামের ছোট ভাই সৈয়দ ওয়াহিদুল ইসলাম

বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের একমাত্র ছোট ভাই ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের চাচা সৈয়দ ওয়াহিদুল ইসলাম আর নেই। মঙ্গলবার রাত ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

সৈয়দ ওয়াহিদুল ইসলামের পরিবার সূত্র জানায়, রাতে সৈয়দ ওয়াহিদুল ইসলাম অসুস্থ বোধ করলে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দ ওয়াহিদুল ইসলাম তিন ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সৈয়দ ওয়াহিদুল ইসলাম কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও  মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের পিএস হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নূর মোহাম্মদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।