মানবতাবিরোধীদের বিচার দ্রুত বাস্তবায়ন করা হবে


প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০১ ডিসেম্বর ২০১৫

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বি মিয়া বলেছেন, মানবতাবিরোধী অপরাধী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের মাধ্যমে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। দেশে এখন শান্তি বিরাজ করছে। অন্যান্য মানবতাবিরোধীদের বিচার দ্রুত বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার গাইবান্ধার সাঘাটা ডিগ্রি কলেজের ২৫ বছর পূর্তি, নবীনবরণ ও একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার স্বাধীনতা বিরোধী, নাশকতাকারী ও জঙ্গিবাদের মদদ দাতাদের চিহ্নিত করে জাতির কাছে তাদের মুখোশ উম্মোচিত করে দিয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সভাপতি জাহাঙ্গির আলম, কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিউজ্জামান ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা ভাইস চেয়াম্যান ওয়াহিদুর ইসলাম প্রমুখ।

অমিত দাশ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।