চট্টগ্রামে ধর্ষণ মামলায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. সামছুল হুদা জিকু (২৬) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৬ মে) বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, সামছুল হুদা জিকু পটিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী নারী।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালে দুজনের প্রেম শুরু। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন জিকু। ২০২০ সালে জিকুর ইসলামী ব্যাংকে চাকরি হয়। এবার ওই নারীকে বিয়ে করতে এমন শর্ত জুড়ে দেন, যাতে বিয়ে না হয়। ফলে ওই নারীরও অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। কিন্তু গত তিন দিন ধরে আবারও ভুক্তভোগী নারীকে আগের ছবি ফাঁস করে দেয়ার হুমকিতে দেখা করতে ডাকেন জিকু।
সম্মানের কথা চিন্তা করে রোববার বেলা ১১টার দিকে জিকুর সঙ্গে চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড়ে দেখা করতে আসেন তিনি। দেখা করার পর জিকু আবারও তাকে একটি হোটেলে যাওয়ার কথা বলেন। না গেলে আগের ছবি প্রকাশ করে দেয়ারও হুমকি দেন তিনি। একপর্যায়ে ওই নারীকে জোর করে মেঘনা হোটেলে নিয়ে যান তিনি। সেখানে ধর্ষণের চেষ্টা করলে ওই নারীর চিৎকারে হোটেল কর্তৃপক্ষ ছুটে আসে। উভয়ের বক্তব্য শুনে কর্তৃপক্ষ কোতোয়ালি থানা পুলিশকে ফোন দেয়। পুলিশ এসে অভিযুক্ত জিকুকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জাগো নিউজকে বলেন, অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী নারী সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন।
মিজানুর রহমান/এমএসএইচ/এমএস