মাটিরাঙ্গায় ইউপিডিএফ`র ৭ নেতাকর্মী আটক


প্রকাশিত: ১১:০৭ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

চাঁদাবাজির অভিযোগে খাগড়াছড়ির রামগড়ের জরিচন্দ্র পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত পরিচালিত পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২৫ রাউন্ড এ্যানোমেসন,  ১টি ম্যাগজিন, নগদ টাকা ও চাঁদা আদায়ের রসিদসহ উদ্ধার করা হয়েছে। আটকরা পাহাড়ের অনিবন্ধিত স্বশস্ত্র আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ ও একই সংগঠনের সহযোগী সংগঠন পিসিপি‘র সদস্য।

সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গার সীমান্তবর্তী উপজেলা রামগড়ের জরিচন্দ্র পাড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ`র চাদা কালেক্টর দীন কুমার ত্রিপুরা (২৫) ও অন্ন কুমার ত্রিপুরাকে (৫০) আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসময় তাদের সঙ্গে থাকা আরো দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।

Khagrachori
এদিকে একই দিন রাত সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গার হৃদয় মেম্বারপাড়া এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বৈঠককালে গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফ’র সহযোগী সংগঠন পিসিপির মাটিরাঙ্গা কলেজ শাখার সভাপতি দীপঙ্কর ত্রিপুরাসহ (২০) পাঁচ নেতাকর্মীকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

আটকরা হলেন, লক্ষীছড়ির নয়ন চাকমা (২০), মাটিরাঙ্গার বজেন্দ্রকার্বারী পাড়ার প্রদীপ ত্রিপুরা (২১), মানিকছড়ির সুরেশ চাকমা (২০) ও মাটিরাঙ্গার শিশকবাড়ী এলাকার বরোদজয় ত্রিপুরা (২১)।

এসময় তাদের দেয়া তথ্য মতে হৃদয় মেম্বারপাড়ার একটি মন্দিরের পাশে এক বাড়িতে তল্লাশি চালিয়ে গুলতি, মার্বেল, একাধিক মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত একটি নোটবুক উদ্ধার করা হয়।

তাদের রামগড় থানায় হস্তান্তরের কথা স্বীকার করে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন খান জানান, আটক দুই ইউপিডিএফ চাঁদাবাজের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে নাশকতার অভিযোগে আটক পাঁচ ইউপিডিএফ কর্মীকে জিজ্ঞাসাবাদ শেষে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে মাটিরাঙ্গার সেনাবাহিনী জোন সূত্র নিশ্চিত করেছে।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।