শাহবাগে চলছে মুক্তিযোদ্ধা সমাবেশ


প্রকাশিত: ১০:৫৪ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে শুরু হয়েছে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সমাবেশ। সমাবেশটির আয়োজন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।

মঙ্গলবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে এ সমাবেশের উদ্বোধন করেছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এসময় জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন আশরাফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌ পরিবহনমন্ত্রী মো. শাহজাহান খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীক, আয়োজক সংগঠনের সভাপতি মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে কয়েকটি সাংস্কৃতিক সংগঠন।

এমএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।