বাংলাদেশ-ভুটান বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক শুরু


প্রকাশিত: ১০:৪৭ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশ ও ভুটানের বাণিজ্য সচিব পর্যায়ে দুই দিনব্যাপী বৈঠক মঙ্গলবার সকালে শুরু হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারের ফরেন ট্রেড ইনস্টিটিউটে (বিএফটিআই) এ বৈঠক শুরু হয়।

ভুটানের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব দাশো ইয়াশি ওয়াংদিসহ অন্য প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।

স্বাগত বক্তব্যে হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, ‘দুই দিনব্যাপী এ বৈঠকে হাইড্রো পাওয়ার (জলবিদ্যুৎ), মার্কেট অ্যাকসেস, ট্রানজিট, অভ্যন্তরীণ নৌ-রুট ব্যবহার, বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, আমদানি-রফতানির ক্ষেত্রে ঋণপত্র খোলা সহজীকরণ, শুল্ক ও অশুল্ক বাধাসমূহ দূর করা, ভিসা প্রক্রিয়া সহজীকরণ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হবে।

তিনি বলেন, ‘আঞ্চলিক পর্যায়ের আলোচনা, আঞ্চলিক যোগাযোগ ও অভ্যন্তরীণ আঞ্চলিক বাণিজ্য দুই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

আল মামুন আরো বলেন, ‘এর আগে গত বছরের ৬ ডিসেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সময় বাংলাদেশ ও ভুটানের সঙ্গে বিদ্যুৎ, পানি ব্যবস্থাপনা, কৃষি, বাণিজ্যসহ ব্যবসা, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা এবং সংস্কৃতি নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ-ভুটান বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ১৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।

এসএ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।