পোশাক শ্রমিককে ধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন


প্রকাশিত: ১০:২৭ এএম, ০১ ডিসেম্বর ২০১৫
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আরো এক লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতে এ রায় ঘোষণা করেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলো, দেওভোগ এলাকার ত্রিনাথ সরকারের ছেলে সুমন সরকার (৩৯) ও অনিল চন্দ্র পালের ছেলে হারাধন চন্দ্র পাল (৩৭)।
 
আদালতের পিপি রকিবউদ্দিন আহমেদ রকিব জাগো নিউজকে জানান, শহরের চাষাঢ়া এলাকার কেসি অ্যাপারেলস এক শ্রমিককে ২০০২ সালের ২৯ অক্টোবর রাতে বাড়ি ফেরার পথে সুমন সরকার ও হারাধন পাল তুলে নিয়ে দেওভোগে একটি পরিত্যক্ত বাড়িতে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করে।
 
শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।