পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ না করার দাবি


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ না করতে সরকার ও মেয়রের প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতারা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, একমাত্র জীবিকার পথ নষ্ট করে রাজধানীর হকারদের উচ্ছেদ করলে তাদের পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। তাই পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ না করতে সরকার ও মেয়রের প্রতি জোর দাবি জানাচ্ছি।

সংগঠনের সভাপতি আবুল হাসেম কবিরের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গার্মেন্টস ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক জলি তালুকদার, শ্রমিক নেতা শহীদুল্লাহ চৌধুরী, বায়তুল মোকাররম হকার্স ইউনিয়নের সভাপতি বাবুল হোসেন প্রমুখ।

এএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।