ফটিকছড়িতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে রাইসা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে তার মা রোকসানা বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (১১ মে) সকাল ৯টার দিকে উপজেলার সমিতিরহাট ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাইসা ওই এলাকার প্রবাসী দিল মোহাম্মদের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা জমির উদ্দিন জাগো নিউজকে বলেন, আজ সকালে বজ্রসহ বৃষ্টির সঙ্গে হালকা বাতাস হলে বাড়ির পাশের গাছ থেকে আম পড়ে। ওই আম কুড়াতে গিয়েই বজ্রপাতে রাইসার মৃত্যু হয়। এ ঘটনায় তার মা রোকসানা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
মিজানুর রহমান/এমএসএইচ/জেআইএম