মধ্যপ্রাচ্য এইচআর এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলো ইতিহাদ এয়ারওয়েজ
মধ্যপ্রাচ্য এইচআর এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০১৫-তে ‘ন্যাশনালাইজেশন ইনিশিয়েটিভ অব দি ইয়ার’ জয় করলো সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল এয়ারলাইন্স ইতিহাদ এয়ারওয়েজ।
মধ্যপ্রাচ্যের সমগ্র এইচআর সেক্টর থেকে আসা ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত এক বর্নিল উৎসবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ইতিহাদ এয়ারওয়েজ দুই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জয় করে, এর মধ্যে একটি বর্ষসেরা এইচআর টিম এবং অন্যটি ইনোভেশন ইন এক্সিকিউটিভ অ্যান্ড লিডারশীপ ডেভলপমেন্ট।
মধ্যপ্রাচ্য অঞ্চলে এইচআর পেশাদারিত্ব উন্নয়নে ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানের অসামান্য অর্জনের স্বীকৃতি সরূপ মধ্যপ্রাচ্য এইচআর এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই অ্যাওয়ার্ড মধ্যপ্রাচ্যের এইচআর এর বেস্ট প্র্যাক্টিস ও টেলেন্ট ম্যানেজমেন্ট কে তুলে ধরার পাশাপাশি শক্তিশালী কর্মীবাহিনী গঠনে সরকারি ও বেসরকারি খাতের এইচআর বিশেষজ্ঞ ও পেশাদারদের প্রতি বিরল সম্মান।
ইতিহাদ এয়ারওয়েজের চীফ পিপল অ্যান্ড পারফরমেন্স অফিসার গাম্মেল জানান, মধ্যপ্রাচ্য এইচআর এক্সেলেন্স অ্যাওয়ার্ড আমাদের জন্য ভীষণ সম্মানের। তিনশ এর অধিক পেশাদারের সমন্বয়ে ইতিহাদের পিপল অ্যান্ড পারফরমেন্স বছর জুড়ে কঠোর পরিশ্রম করে। যার ফলেই এই অর্জন। হিউম্যান ক্যাপিটাল খাতে আমাদের সহকর্মীদের প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার।
আরএম/জেডএইচ/পিআর