লা লিগার বর্ষসেরা মেসি
বার্সার হয়ে ট্রেবল জয়ে অসাধারণ ভূমিকা রাখার পুরস্কার পেলেন বার্সা তারকা লিওনেল মেসি। ২০১৪-১৫ মৌসুমে স্প্যানিশ লা লিগায় রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে বর্ষসেরার খেতাব জিতলেন বার্সার প্রাণ ভোমরা। তবে লা লিগার ভক্তদের ভোটে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
লা লিগার নয়টি বিভাগের মধ্যে পাঁচটিতে পুরস্কার জিতে আধিপত্য ধরে রেখেছে বার্সা। তিনটি পুরস্কার গেল বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের ঘরে। বাকি পুরস্কারটি উঠল ভ্যালেন্সিয়ার শো-কেসে।
লিগের সেরা মিডফিল্ডারের পুরস্কার পান রিয়ালের তরুণ তুর্কি হামেস রদ্রিগেজ। সেরা ডিফেন্ডারের খেতাব পেলেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস। তবে লিগে সেরা কোচের পুরস্কার উঠেছে বার্সা বস লুইস এনরিকের হাতে। আর ২০১৪-১৫ মৌসুমে সেরা গোলরক্ষকের পুরস্কার পান বার্সা তারকা ক্লদিও ব্রাভো। মেসির ক্লাব সতীর্থ নেইমার সেরা দক্ষিণ আমেরিকান ফুটবলারের পুরস্কারটি জেতেন। আর ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার সোফিয়ানে ফেগোলি জেতেন সেরা আফ্রিকান ফুটবলারের পুরস্কার।
সেরা ফুটবলার ও সেরা স্ট্রাইকারের পুরস্কার না পেলেও, পর্তুগিজ অধিনায়কের হাতে একটি পুরস্কার উঠেছে। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা সমর্থকদের ভোটে ‘ফ্যান প্লেয়ার অব দ্যা ইয়ার’ হয়েছেন। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি।
সেরা গোলরক্ষক: ক্লাদিও ব্রাভো (বার্সেলোনা)
সেরা ডিফেন্ডার: সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ)
সেরা মিডফিল্ডার: জেমস রদ্রিগেজ (রিয়াল মাদ্রিদ)
সেরা ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা)
সেরা কোচ : লুইস এনরিক (বার্সেলোনা)
সেরা আফ্রিকান: সোফিয়ানে ফেগোলি (ভ্যালেন্সিয়া)
সেরা দক্ষিণ আমেরিকান: নেইমার (বার্সেলোনা)
সমর্থকদের ফুটবলার: ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)
সেরা ফুটবলার: লিওনেল মেসি (বার্সেলোনা)
এমআর/এমএস