বুরকিনা ফাসোর নির্বাচন : নতুন প্রেসিডেন্ট ক্যাবোরে


প্রকাশিত: ০৭:১৬ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী রোচ মার্ক ক্রিশ্চিয়ান ক্যাবোরে জয়ী হয়েছেন। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, সাবেক এই প্রধানমন্ত্রী রোববারের নির্বাচনে ৫৩ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। খবর বিবিসি ও আলজাজিরার।

দীর্ঘ ২৭ বছর ক্ষমতায় থাকার পর ২০১৪ সালের অক্টোবরে গণঅভ্যুত্থানে প্রেসিডেন্ট ব্লাইস কমপাওরে ক্ষমতাচ্যুত হন। ৫৮ বছর বয়সী ক্যাবোরে অন্তঃর্বর্তীকালীন সরকারের পরিবর্তে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।

নির্বাচনে ক্যাবোরের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেফরিন ডিয়াবরে ২৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট বার্থেলেমি কেরে বলেছেন, রোববারের নির্বাচনে ৫৫ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে ৬০ শতাংশ ভোট দিয়েছেন। বুরকিনা ফাসোর এ ঐতিহাসিক নির্বাচনে ক্যাবোরে জয়ী হয়েছেন। নির্বাচনে দুই যুগেরও বেশি সময় ধরে কমপাওরে শাসনের অবসানের লক্ষে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে অক্টোবরে দেশটির জাতীয় নির্বাচন হওয়ার কথা থাকলেও সেপ্টেম্বরে প্রেসিডেন্ট গার্ড সদস্যদের বিদ্রোহের কারণে তা বাতিল করা হয়। ৬৪ বছর বয়সী কমপাওরে বর্তমানে প্রতিবেশি রাষ্ট্র আইভরি কোস্টে নির্বাসিত জীবনযাপন করছেন।

দেশটির স্বাধীন জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ৫৮ বছর বয়সী ক্যাবোর নির্বাচনে সরাসরি জয়ী হয়েছেন। ফলে দ্বিতীয় দফা ভোটের কোনো প্রয়োজন নেই। ডিয়াবরে ইতোমধ্যে ক্যাবোরকে নির্বাচনে জয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।

নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট কমপাওরের দল সিডিপির শাসন দীর্ঘায়িত করার পরিকল্পনা প্রত্যাখ্যান করার পর রোচ মার্ক ক্রিশ্চিয়ান ক্যাবোরে সিডিপি ত্যাগ করেন। পরে পিপলস মুভমেন্ট ফর প্রগ্রেস নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন তিনি। ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্যাবোরে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।