রামেক থেকে শিশু চুরির সময় নারী আটক


প্রকাশিত: ০৩:০১ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরি করে পালানোর সময় শাহানাজ বেগম (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে  হাসপাতালের ২৪ নং ওয়ার্ডের বারান্দা থেকে তাকে আটক করা হয়। আটক নারী মহানগরীর ভাটাপাড়া এলাকার আশরাফ আলীর স্ত্রী।  

ওই শিশুর বাবা বলেন, তার ২ বছরের মেয়ে রুকু খাতুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৪নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সোমবার রাতে শিশুটির মা তাকে বেডে রেখে বাথরুমে যান। এ সময় এক নারী শিশুটিকে কোলে তুলে ওয়ার্ড থেকে বের হয়ে চলে যায়। পরে আইরিন বেডে গিয়ে তার শিশুকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।

এ ঘটনা জানাজানি হলে ওয়ার্ডের বারান্দায় থাকা লোকজন ওই নারীকে শিশুসহ আটক করে ওয়ার্ডে নিয়ে আসেন। এ সময় শিশুটির মা ওই নারীর কোলে থাকা রুকুকে সনাক্ত করে। পরে ওয়ার্ডে কর্তব্যরত নার্সরা বক্স পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে।

এ বিষয়ে মহানগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, রামেক হাসপাতাল বক্স পুলিশ শিশু চুরির অভিযোগে রাতে এক নারীকে আটক করে থানায় হস্তান্তর হরেছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

শাহরিয়ার অনতু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।