নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেলেই ব্যবস্থা


প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ৩০ নভেম্বর ২০১৫

আসন্ন পৌরসভা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অভিযোগ তদন্ত করে ওই কর্মকর্তাকে নির্বাচনী এলাকা হতে প্রত্যাহার করার পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার নির্বাচন কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট শাখা জানায়, এ বিষয়টি জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে মঙ্গলবার চিঠি দেয়া হবে।

কমিশন সচিবালয় ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সরবরাহের জন্য রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগকে চিঠি দিয়েছে। এতে ব্যাংক কর্মকর্তাদের মনোনয়নপত্র বাছাইয়ের দিন ঋণখেলাপি সংক্রান্ত তথ্যসহ রিটার্নিং কর্মকর্তার দফতরে উপস্থিত থাকার নির্দেশ দিতে বলা হয়েছে।

যেসব পৌরসভায় নির্বাচন হবে, সেখানে কোনো ধরনের উন্নয়নমূলক কাজের জন্য যাতে অর্থছাড় না করা হয়, সেই নির্দেশনা দিয়ে দুই-এক দিনের মধ্যে স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়কে চিঠি দেয়া হবে বলে কমিশন সচিবালয় থেকে জানানো হয়।

প্রসঙ্গত, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইনে বলা আছে, কোনো ব্যক্তি নির্বাচন কর্মকর্তা নিযুক্ত হলে, নিয়োগের দিন থেকে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তি নির্বাচন কমিশনে প্রেষণে নিযুক্ত আছেন বলে বিবেচিত হবেন।

কোনো কর্মকর্তা কমিশনের নির্দেশ পালনে ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হলে বা অন্য কোনো অপরাধ করলে, তিনি অসদাচরণ করেছেন বলে গণ্য হবে। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।