ভারতে ১০ হাজার ভায়াল প্রতিষেধক পাঠিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪০ এএম, ০৭ মে ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্ধু-প্রতিম বাংলাদেশি জনগণের পক্ষ থেকে কোভিডে বিপর্যস্ত প্রতিবেশী দেশ ভারতের কাছে ১০ হাজার ভায়াল প্রতিষেধক টিকা হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি বিষয়টি জানিয়ে বলা হয়েছে, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার পেট্রাপোল স্থল-বন্দরের ভারতীয় সীমান্তে ভারত সরকারের প্রতিনিধিদের কাছে এই চিকিৎসা সহায়তা হস্তান্তর করেছেন।

jagonews24.com

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ১০ হাজার টিকা বাংলাদেশি কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে উৎপাদিত হয়েছে। এটা ভারতে পাঠানো ওষুধ ও স্বাস্থ্য রক্ষাকারী চিকিৎসা সরঞ্জামাদির প্রথম চালান।

এই চিকিৎসা সহায়তা পাঠানোর আগে কোভিডের ভয়াবহতায় বিপর্যস্ত পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের জনগণের পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছিল।

সূত্র : বাসস

এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।