সাংবাদিক আরজিনা রহমানের ইন্তেকাল
লেখক ও সাংবাদিক আরজিনা রহমান সোমবার সকাল ৯টায় রাজধানীর উত্তরা হাইকেয়ার ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে ওয়া ইন্নাহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।
আরজিনা রহমান দীর্ঘদিন দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব এডিটর পদে দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সোমবার নামাজে জানাজা শেষে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের গোরস্থানে তাকে দাফন করা হবে।
আরজিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তিনি কুমিল্লার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি উচ্চবিদ্যালয় ও ঢাকায় পল্লীমা সংসদের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা ছিলেন।
এছাড়া সাংবাদিক আরজিনা রহমান আনসারের প্রতিরোধ নামে পত্রিকার একাংশের দায়িত্ব পালন করেন। দৈনিক ইনকিলাবে জীবন ঘনিষ্ট কলামও লিখতেন তিনি।
বাংলাদেশ মহিলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ছিলেন আরজিনা রহমান।
একে/আরআইপি