যাত্রাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৬ মে ২০২১
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার (৬০) মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৬ মে) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ওই বৃদ্ধাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা মোটরসাইকেলের চালক মুক্তার হোসেন বলেন, রাস্তা পারাপারের সময় আমার মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য মোটরসাইকেল চালক মুক্তার হোসেনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ওই বৃদ্ধার কাছে অনেকগুলো টাকা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি ভিক্ষাবৃত্তি করতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।