সংসদ ভবনে হামলার পরিকল্পনা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৬ এএম, ০৬ মে ২০২১
ফাইল ছবি

সংসদ ভবনে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। একই সঙ্গে হামলায় প্ররোচনার অভিযোগে এক বক্তাকেও গ্রেফতার করা হয়।

বক্তার নাম আলী হাসান ওসামা। তাকে রাজবাড়ি থেকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতার আরেকজনের নাম এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (৬ মে) সকালে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, আনসার আল ইসলামের সক্রিয় সদস্যকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে বুধবার সন্ধ্যার দিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আনসার আল ইসলামের এই সদস্য কালো পতাকা ও তলোয়ার হাতে জাতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত ছিল।

এ বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

টিটি/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।