আশ্রয়ণ প্রকল্পে ১০৬ কোটি টাকা দিল এস আলম গ্রুপ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৩ এএম, ০৬ মে ২০২১

ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পে ১০৬ কোটি টাকা দিয়েছে দেশের অন্যতম ব্যবসায়ী গ্রুপ এস আলম।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আশ্রয়ণ প্রকল্পের অধীন ‘হাউস কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স’ নামে তহবিলে বুধবার এই অর্থ দিয়েছে এই ব্যবসায়ী গ্রুপটি।

এই ফান্ডে সর্বপ্রথম টাকা দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ -এর পক্ষ থেকে এই ফান্ডে ৫ কোটি টাকা দিয়েছেন।

এসইউজে/এমএইচআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।