রাষ্ট্রপতি টিকার দ্বিতীয় ডোজ নেবেন আজ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৬ মে ২০২১
গত ১০ মার্চ রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ কোভিড-১৯-এর প্রথম ডোজের টিকা নেন

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আজ বৃহস্পতিবার (৬ মে) বঙ্গভবনে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বুধবার (৫ মে) বলেছিলেন, ‘রাষ্ট্রপতি বঙ্গভবনে বেলা ১টায় করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেবেন।’ এ সময় রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা, সংশ্লিষ্ট সচিবগণ এবং ব্যক্তিগত চিকিৎসকরা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

এর আগে গত ১০ মার্চ রাষ্ট্রপ্রধান ও তার স্ত্রী রাশিদা খানম কোভিড-১৯-এর প্রথম ডোজের ভ্যাকসিন নেন।

প্রধানমন্ত্রী গত ২৭ জানুয়ারি ভার্চুয়ালি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এবং ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত এই টিকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে প্রদানের মাধ্যমে টিকাদান কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ৮ এপ্রিল থেকে দেশে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়। এর আগে ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়।

জানা যায়, গত ২৫ এপ্রিল পর্যন্ত ৫৮ লাখ ১৮ হাজার ৪০০ জন করোনাভাইরাসের প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন। এছাড়াও দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান কর্মসূচি চলমান রয়েছে।

এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।