চড় দেয়ার ওয়েবসাইটে চুমু দেয়া হচ্ছে আমিরকে!


প্রকাশিত: ১২:১০ পিএম, ৩০ নভেম্বর ২০১৫

অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে বেশ বিপাকে পড়তে হয়েছে বলিউডের মিষ্টার পারফেকশনিষ্ট খ্যাত আমির খানকে। তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতীয় রাজনৈতিক দল বিজেপির কিছু নেতাসহ বলিউডের অনেক সহকর্মীরাও।

ভারতের বেশ কিছু রাজ্যে আমিরের ছবি চালাতে দেয়া হবে না বলেও হুমকি দিয়েছে কিছু সংগঠন। তার পাশেও দাঁড়িয়েছেন অনেকেই। সমালোচনায় বিদ্ধ করছেন বর্তমান মোদি সরকার, আমিরের সমালোচকদের ও হিন্দু জঙ্গি সংগঠনগুলোর। তাই পাল্টা আক্রমণে কিছুটা হলেও স্তিমিত হয়েছে আমিরকে নিয়ে খোঁচাখুঁচির।

এদিকে মজার কান্ড ঘটেছে মিয়ামিতে। শিবসেনা থেকে আমিরকে দেশদ্রোহি ঘোষণা দিয়ে বলা হয়েছিলো, কেউ যদি আমিরকে চড় মারতে পারেন তবে তাকে এ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। আর এটাকে সমর্থন দিয়ে আমেরিকার মিয়ামির কিছু ছাত্ররা গেল রোববার খুলেছিলো ‘স্ল্যাপআমিরডটকম’ নামে একটি ওয়েবসাইট।

সেখান থেকে বলা হয়েছিলো ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট জায়গায় একটি ক্লিক করলে একটি চড় জমা হবে আমিরের বিরুদ্ধে। কিন্তু আজ সোমবার ওয়েবসাইটটি তাদের কন্টেন্ট বদলে ফেললো। তারা তাদের ওয়েব এড্রেস বদলে দিয়ে এখন নাম করেছেন ‘কিসআমিরডটকম’। চড়ের বদলে এখন সেখানে আমিরের জন্য ভালোবাসা প্রকাশ করা হচ্ছে।

চড় দেয়ার নির্দিষ্ট স্থানে ক্লিক করলে এখন একটি করে চুমু জমা হচ্ছে আমিরের পক্ষে। ওয়েবসাইটটিতে এ পর্যন্ত প্রায় ৭ লক্ষ চুমু জমা হয়েছে।
 
এদিকে গেল শুক্রবার আমির খান দঙ্গলের শুটিং করতে গিয়ে চোট পেয়ে চিকিৎসার জন্যে যুক্তরাষ্ট্র গিয়েছেন সপরিবারে।

ওয়েবসাইটের লিঙ্ক : http://www.kissaamir.com/

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।