টাঙ্গাইলে নৌকার মাঝি হলেন জামিলুর রহমান মিরণ


প্রকাশিত: ১১:১৪ এএম, ৩০ নভেম্বর ২০১৫

রাজনৈতিক গ্রুপিং-লবিং আর নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হলেন জামিলুর রহমান মিরণ।

সোমববার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টাঙ্গাইল পৌরসভায় দলীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

শত বছরের বেশি সময়ের পুরনো প্রথম শ্রেণির টাঙ্গাইল পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে তিনি দলীয় প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন। তবে এটা তার চতুর্থবারের মতো টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে প্রার্থী হলেন। ইতিপূর্বে কৃষক শ্রমিক জনতালীগের হয়ে দুইবারের সফল ও জনপ্রিয় মেয়রও তিনি। গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সহিদুর রহমান খান মুক্তির কাছে অল্প সংখ্যক ভোটের ব্যবধানে পরাজিত হন সাবেক এই জনপ্রিয় মেয়র।

আগামী ৩০ ডিসেম্বর সারাদেশের ন্যায় টাঙ্গাইল জেলার আটটি পৌরসভার নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে বিরাজ করছে ভোটের আমেজ। চায়ের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও হাট বাজারে নির্বাচনী আলোচনা জনগণের মুখে মুখে। তবে জেলার আটটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হলেও টাঙ্গাইল পৌরসভায় কে হচ্ছে নৌকার মাঝি তা নিয়ে আলোচনা ছিল `টক অব দ্য টাউন`।

আওয়ামী লীগের দুইজন প্রার্থী থাকলেও সদ্য কৃষক শ্রমিক জনতা লীগ ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয়া জামিলুর রহমান মিরণ ছিল জন শ্রোতের দিক দিয়ে এগিয়ে।

তিনি কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হয়ে ১৯৯৯ ও ২০০৪ সালে আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন। তিনি কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দেয়ার আগে জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও পরবর্তীতে সহ-সভাপতি ছিলেন।

স্থানীয়ভাবে দলীয় মনোনয়ন ঘোষণার পর জামিলুর রহমান মিরণ বলেন, আমি মেয়র থাকার সময় মাদক, ভূমি দখল, চাঁদাবাজির বিরুদ্ধে সংগ্রাম করেছি। ন্যায় বিচারের মাধ্যমে পৌরসভার সার্বিক উন্নয়নের চেষ্টা করেছি। এবার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেয়র নির্বাচিত হতে পারলে উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখবো।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।