সাক্ষাতকার দেয়ার সময় বোমায় ছিন্ন-ভিন্ন আইএস জঙ্গি (ভিডিও)


প্রকাশিত: ১০:৫৭ এএম, ৩০ নভেম্বর ২০১৫

সাংবাদিককে সাক্ষাত্কার দেয়ার সময় বোমার আঘাতে ইসলামিক স্টেটের (আইএস) এক শীর্ষ জঙ্গির মৃত্যু হয়েছে। সব কিছুই ঠিকভাবেই চলছিল। কিন্তু কর্মসূচি ঘোষণার সময় হঠাৎ বোমার আঘাতে ছিন্ন-ভিন্ন হয়ে যায় ওই আইএস জঙ্গির দেহ। ঘটনাটি সিরিয়ার হামা প্রদেশে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর ডেইলি মিরর।

সিরিয়ার হামা প্রদেশে আইএস জঙ্গিগোষ্ঠীর সফলতা নিয়ে সাক্ষাতকার দেয়ার সময় এ ঘটনা ঘটেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে দাড়িয়ে সাংবাদিকের সঙ্গে আলাপ করছেন। এর মাঝেই হঠাৎ একটি গোলা আঘাত হানলে ওই জঙ্গি মারা যায়। এ ঘটনায় ক্যামেরা ম্যানও মারা গেছেন।

ওই ভিডিও ফুটেজটি ইন্টারনেটে আপলোড করার পর এখন পর্যন্ত দুই লাখ বার দেখা হয়েছে। তবে কখন এই ভিডিওটি ধারণ করা হয়েছে তা জানা যায়নি।

বিজ্ঞাপন


এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।