বাংলাদেশ-ভুটানের বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠক মঙ্গলবার


প্রকাশিত: ১০:৪৪ এএম, ৩০ নভেম্বর ২০১৫

বাংলাদেশ-ভুটানের বাণিজ্য সচিব পর্যায়ের দু’দিনের সভা মঙ্গলবার ঢাকায় ফরেন ট্রেড ইনস্টিটিউটে (বিএফটিআই) শুরু হচ্ছে। এদিন সকাল ১০টায় বৈঠকটি শুরু হবে। এটি বাণিজ্য সচিব পর্যায়ের ৪র্থ সভা। গত বছরের এপ্রিল মাসে ভুটানের থিম্পুতে ৩য় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মার্কেট অ্যাকসেস, হাইড্রো পাওয়ার,  ট্রানজিট, বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, আমদানি-রফতানির ক্ষেত্রে এলসি প্রক্রিয়া সহজিকরণ, শুল্ক ও অশুল্ক বাধাসমূহ দূরকরণ, ভিসা প্রক্রিয়া সহজিকরণ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং গত সভার সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হবে। ভুটান থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে বাংলাদেশের।

বাংলাদেশে ভুটান ২য় বৃহত্তম রফতানি কারক দেশ এবং ৩য় ব্যবসায়িক অংশীদার। গত ৫ বছরে বাংলাদেশ-ভুটান বাণিজ্য বেড়েছে ৫০ শতাংশের বেশি। বিবিআইএন ট্রানজিট ও দ্বি-পাক্ষিক ট্রানজিট আলোচনা ও নৌপথে দু’দেশের মধ্যে ব্যবসা বৃদ্ধিকে বাংলাদেশ গুরুত্ব প্রদান করবে।

এসএ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।