লাইসেন্স ছাড়া সেমাই তৈরি : দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স না নিয়ে সেমাই তৈরি করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ও ডিএমপির সহযোগিতায় ঢাকা মহানগরের কামরাঙ্গীরচর এলাকায় ভাই ভাই ফুড প্রোডাক্টস এবং সম্পা ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ দুই প্রতিষ্ঠান বোম্বে সুইট অ্যান্ড কনফেকশনারি নামে ভার্মিসিলি বিএসটিআই-এর লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে মানচিহ্ন ব্যবহার করে বিক্রয়, বিতরণ ও বাজারজাত করে।
এদিকে নিউ মার্কেট এলাকায় বিভিন্ন প্রকার মৌসুমী ফলের দোকানে ফরমালিনের পরীক্ষা করা হয়। তবে কোথাও ফরমালিনের উপস্থিত পাওয়া যায়নি। অভিযানে বিএসটিআই-এর প্রসিকিউটিং অফিসার হিসেবে ফিল্ড অফিসার (সিএম) আফসানা হোসেন ও মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
এনএইচ/এএএইচ/জেআইএম