৯৯৯-এ ফোনকলে উদ্ধার হলো অজগর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:১২ পিএম, ০৪ মে ২০২১

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ এক ব্যক্তির ফোনকলের মাধ্যমে তথ্য পেয়ে একটি অজগর সাপ উদ্ধার করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড বনবিভাগ। উদ্ধারের পর সাপটিকে শীতলপুর বনে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার দুপুর ১২টায় সীতাকুণ্ডের ফৌজদারহাট রেলস্টেশনের সিগন্যাল ইঞ্জিনিয়ার মাজেদ খন্দকার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানকার রেলওয়ে স্টাফ কোয়ার্টারের কাছে একটি আম গাছে ১০ থেকে ১২ হাত লম্বা একটি অজগর সাপ ঝুলে আছে। এতে আতংকগ্রস্ত হয়ে পড়েছেন কোয়ার্টারের বাসিন্দারা।

jagonews24

৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি সীতাকুণ্ড বনবিভাগকে জানিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করে। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে যায়।

পরে সীতাকুণ্ড বন বিভাগের বন কর্মকর্তা (ফরেস্ট অফিসার) নূরজাহান ৯৯৯-কে ফোনে জানান, অজগর সাপটিকে উদ্ধার করে শীতলপুর বনে অবমুক্ত করা হয়েছে।

টিটি/এসএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।