ইতিহাদ এয়ারওয়েজের আধুনিক ক্রু ব্রিফিং সেন্টার চালু


প্রকাশিত: ০৯:২৮ এএম, ৩০ নভেম্বর ২০১৫

ক্রুদের আপডেট রাখার উদ্দেশে ইতিহাদ এয়ারওয়েজ চালু করেছে সর্বাধুনিক ক্রু ব্রিফিং সেন্টার। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে নতুন বিশ্বমানের এই  ক্রু ব্রিফিং সেন্টারটি (সিবিসি) চালু করে ইতিহাদ এয়ার।

ইতিহাদের মতে, এই প্রথমবার এয়ারলাইন কর্তৃক নির্মাণ করেছে বিশেষ ক্রু টার্মিনাল। এটি এই অঞ্চলের সবচেয়ে উন্নত ক্রু টার্মিনালের পাশাপাশি ইমিগ্রেশন কন্ট্রোলের জন্য এখানে নেতৃস্থানীয় লাগেজ হ্যান্ডেলিং সিস্টেম, ইলেকট্রনিক চেক ইন কিয়স্ক, নিরাপত্তা ও কাস্টমস স্ক্যানিং সরঞ্জাম এবং ই-গেট সুবিধা রয়েছে।
 
Etihad

ইতিহাদ তার ২ হাজার ২শ ৫০টি ফ্লাইটের কেবিন ক্রু এবং ফ্লাইট বোডিং-এর চেক-ইন ও ব্রিফিং প্রক্রিয়ার আগে প্রায় ৫ হাজার ৮শ কেবিন ক্রু-এর সুবিধার্থে বন্ধুসুলভ সুবিধাজনক প্রযুক্তি সরবরাহ করার অঙ্গিকার ব্যক্ত করেছে। এসব প্রযুক্তির মাধ্যমে সিবিসি-এর ডেরিকেটেড ব্রিফিং এরিয়ায় ক্রুরা যাত্রীদের হালনাগাদ ফ্লাইট তথ্য যেমন- ফ্লাইট পরিকল্পনা, আবহাওয়া রিপোর্ট, গন্তব্য তথ্য, সার্ভিস প্রোটোকল এবং যাত্রী তথ্য  সরবরাহে সক্ষম হবে।

ইতিহাদ এয়ারওয়েজের প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ অফিসার জেমস হোগান বলেন, এ ধরনের বিশ্বমান সম্পন্ন ও চমৎকার সুযোগ-সুবিধা চালু করতে পেরে আমরা ভীষণ আনন্দিত। এর নকশা পরিকল্পনা গ্রহণ ও নির্মাণ করা হয়েছে আমাদের কেবিন ক্র পরিচালনার জন্য, পাশাপাশি আমাদের অংশীদার এয়ারলাইন যারা সবচেয়ে অভিনব  প্রযুক্তির অগ্রগতি ও সুযোগ-সুবিধার সঙ্গে রয়েছে তাদের জন্য।

Etihad

তিনি আরো বলেন, ক্রু ব্রিফিং সেন্টার নিত্য পরিবর্তনশীল ব্যবসায়িক চ্যালেঞ্জ পূরণে এবং আগামীতে ইতিহাদ এয়ারওয়েজ ও আবুধাবী উভয়ের বিষ্ময়কর উন্নয়নের সহায়তা করবে। এয়াড়াও মিডফিল্ড টার্মিলাল চালুর সময় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মনে করেন জেমস হোগান।

আরএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।